ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের রাতে খাবার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ফরিদপুরের এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
ঈদের রাতে খাবার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ফরিদপুরের এসপি

ফরিদপুর: ঈদুল আজহা। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান।

তাইতো সারাদিন সবাই ঈদের আনন্দে বিমোহিত। তাইতো দিনের আনন্দ শেষে নগরবাসী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখন ঘড়ির কাঁটায় রাত ১২টা টিকটিক করছে। তখনই মনের টানে রাস্তায় পড়ে থাকা সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ালেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান। খাবার তুলে দিলেন পথেঘাটে ও রাস্তার পাশে পড়ে থাকা ছিন্নমূল মানুষদের।

বৃহস্পতিবার (২৯ জুন) দিনগত পবিত্র ঈদুল আজহার রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় রাস্তার পাশে থাকা এমন ৩০০ জন ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দেন এসপি শাহজাহান।  

ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান ফরিদপুর জেলা পুলিশ। এসময় ছিন্নমূল মানুষের মধ্যে নিজেই খাবার বিতরণ করেন এ পুলিশ সুপার। নানা রকমের বাহারি খাবার পেয়ে তখন অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠে।  

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ৩০ জুন, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।