ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
বদলগাছীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে সুখী বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১ জুলাই) দুপুরে নিজ বাসা থে‌কে সুখী বেগমের মর‌দেহ উদ্ধার করে পুলিশ।

শহীদ বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বাধে। একপর্যায়ে শহীদ তার স্ত্রী সুখী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। আজ সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শহীদকে আটক করে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় নিহত সুখী বেগমের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। সুখীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।