ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের  প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন হাওলাদার  (৩৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত জামাল ওই এলাকার মৃত রজ্জব আলী  হাওলাদারের ছেলে। তিনি মসজিদ বাড়ি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।  

জানা গেছে, দুপুরের দিকে নিজ বাড়িতে চাচা মৃত সোহরাব হাওলাদারের ঘর থেকে সাইডলাইন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামালের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।