ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুগন্ধায় জাহাজ বিস্ফোরণ: নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
সুগন্ধায় জাহাজ বিস্ফোরণ: নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে

ঝালকাঠি: ঝালকাঠীর সুগন্ধা নদীতে এমভি সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো চারজন স্টাফ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

রোববার (০২ জুলাই) সকাল থেকে উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের ডুবুরি দল ও বিআইডব্লিউটিএর সদস্যরা। সঙ্গে নিখোঁজদের স্বজনরাও ট্রলার নিয়ে প্রিয় স্বজনের সন্ধান করছে।

এদিকে জাহাজে থাকা ১১ লাখ লিটার তেলের মধ্যে ৬ লাখ লিটার তেল অপসারণ করা হয়েছে।

শনিবার (০১ জুলাই) দুপুর ২টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

বি‌স্ফোরণের ঘটনায় এখ‌নো অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া বাবুর্চি বেলায়েত হোসেন জানান, নিখোঁজ চারজন হলেন- মাস্টার রুহুল আমিন, সুপারভাইজার বেল্লাল, চালক আকরাম এবং মাসুদুর রহমান। তবে  উদ্ধা‌র অভিযানে তৎপরতা তেমন নেই ব‌লে অভিযোগ করেন স্বজনরা।

বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশন অফিসার মোহাম্মদ শাফায়েত জানান, আমাদের এখানে উদ্ধার অভিযানে অংশ নেওয়া তিনটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।