ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
গোপালগঞ্জে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় বাসের ধাক্কায় লিপি বেগম (৩০) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার তিন কন্যা সন্তান।

 

রোববার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত লিপি জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের লাবলু মোল্লার স্ত্রী।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, সকালে ঘটনাস্থলে ঢাকাগামী ইমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে নিহত হন যাত্রী লিপি। এ সময় তার তিন কন্যা সন্তান আহত হয়। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।