ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুদক কমিশনার পদে যোগ দিলেন আছিয়া খাতুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
দুদক কমিশনার পদে যোগ দিলেন আছিয়া খাতুন

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন যোগ দিয়েছেন। রোববার (২ জুলাই) সকালে তিনি সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যোগ দেন।

কমিশনের সম্মেলন কক্ষে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ফুল দিয়ে তাকে স্বাগত জানান।  

কমিশনের সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  

এর আগে সাবেক সচিব মোছা. আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ দিয়ে ১৩ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

১ জুলাই  দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়। মোছা. আছিয়া খাতুন তার স্থলাভিষিক্ত হলেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।