ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সাইকেল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
ধামইরহাটে শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সাইকেল বিতরণ

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

রোববার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাইকেলগুলো বিতরণ করা হয়।

 

উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের মধ্যে এসব সাইকেল বিতরণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শহীদুজ্জামান সরকার এমপি বলেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনেছে, একটি বাইসাইকেল সেটি শিক্ষা উপকরণই শুধু নয়, এটি শিক্ষার্থীদের মনোবল বাড়াবে।

সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, ওসি মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহসহ প্রমুখ।  

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।