ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁর পোরশা সীমান্তে বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
নওগাঁর পোরশা সীমান্তে বজ্রপাতে জেলের মৃত্যু

নওগাঁ: নওগাঁর পোরশা সীমান্তে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জাব্বার (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন জেলে আহত হয়েছেন।

সোমবার (০৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহত জাব্বার উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দোয়ার পাল গ্রামের বাসিন্দা।

এছাড়া আহতরা হলেন একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪)।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার সকালে আব্দুল জব্বার ও দুই যুবকসহ আরও বেশ কয়েকজন পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুল জব্বারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।