ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় সাইদুর ইসলাম (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকাল ৯টায় নারায়ণগঞ্জ-ঢাকা ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

সাইদুর ইসলাম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এরিয়ায়া ম্যানেজার।

জানা যায়, সাইদুর মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জ পাইকপাড়া থেকে সারুলিয়ায় জাচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ-ঢাকা ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা সড়কে পৌঁছলে পেছন দিক থেকে বেপরোয়া হিমাচল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্ত্রী পাপিয়া আক্তার জানান, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আজম মিয়া বলেন, ঘাতক বাস ও বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।