ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৪) ও আব্দুল্লাহ আল রবিন (২৫) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া গ্রামের মো. বাহারের ছেলে ও আব্দুল্লাহ আল রবিন একই গ্রামের মো. সেলিমের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মামা-ভাগিনা চর কাঁকড়া থেকে দাগনভূঞা আসার পথে আজিজ ফাজিলপুর মুক্তার বাড়ির দরজা নামক স্থানে এলে তাদের মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।  

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৩ জুলাই ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।