ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
সুবর্ণচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে সামিয়া আক্তার (২) ও বিবি আয়েশা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার চরজব্বর ও চরজুবলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

মৃত দুই শিশু হলো- উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয়ে সামিয়া আক্তার ও চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. আরিফের মেয়ে বিবি আয়েশা।  

চরজব্বার থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

মৃত শিশুদের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, দুপুরে সামিয়া ও আয়েশা অন্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।