ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে অটোরিকশা চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
নড়াইলে অটোরিকশা চাপায় শিশু নিহত

নড়াইল: নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে জান্নাতুল নামে এক চার বছরের শিশু নিহত হয়েছে।

সোমবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার আগদিয়া পুরাতন হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল বিছালী গ্রামের দিনমজুর তোরাপ গাজীর মেয়ে।  

দুর্ঘটনার বিষয়টি নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে পুরাতন হাটখোলা এলাকায় শিশু জান্নাতুল রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেল ধাক্কা দিলে শিশুটি সড়কে চলাচলরত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের মাতম চলছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।