ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

এখনও নেভেনি দুই ট্যাঙ্কারের আগুন, দশ পুলিশসহ দগ্ধ ১৪

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এখনও নেভেনি দুই ট্যাঙ্কারের আগুন, দশ পুলিশসহ দগ্ধ ১৪

ঝালকাঠি: টানা ৫ ঘণ্টা অতিবাহিত হলেও ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ তেলবাহী ট্যাঙ্কারে লাগা আগুন এখনও নেভানো সম্ভব হয়নি।

সর্বশেষ জানা তথ্যে, সোমবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের এগারটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

ঝালকাঠি সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন এতটাই ভয়াবহ- ফায়ারকর্মী ও উদ্ধারকারী দলগুলো টনাস্থলের কাছাকাছি যেতে পারেনি।

এদিকে, দ্বিতীয় দফায় বিস্ফোরণে সেখানকার নিরাপত্তার দায়িত্ব থাকা দশ পুলিশ সদস্যসহ মোট ১৪ জন দগ্ধ ও আহত হয়েছেন।   এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।

গত ১ জুলাই ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার ফের সেটিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশে নোঙর করা সাগর নন্দিনী-৪ ট্যাঙ্কারেও।

এ ঘটনায় দশ পুলিশ আহত হন। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ায় তাদের মধ্যে দুজন ও অপর এক আহতকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।   এদিকে আবার আশঙ্কাজনক অবস্থায় এক পুলিশ সদস্যসহ দুজনকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায় শেবাচিম কর্তৃপক্ষ।   অন্যান্যরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার বিবরণে আহতরা জানান, হঠাৎ করে কি হলো তারা কিছুই বুঝতে পারেনি। কেউ কেউ বয়ে নদীতে লাফ দেন। দুটি জাহাজ একসঙ্গে নোঙর করা ছিল।

বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এ ব্যাপারে জানান, তিনি প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছেন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রচণ্ড বিস্ফোরণে সাগর নন্দিনী-২ ট্যাঙ্কারে আগুন লাগে।   এরপর কমপক্ষে ৩ বার বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট শাফায়েত জানান, গত শনিবার তেলবাহী ট্যাঙ্কার সাগর নন্দিনী-২’য়ে আগুনের ঘটনা ঘটে। সেই ঘটনার উদ্ধারকাজ শেষে বিকেলের দিকে আমরা ফেরত যাচ্ছিলাম। এর কিছু সময় পরেই সাগর নন্দিনী-২’য়ে দুর্ঘটনার খরব পাই। দ্রুত আমরা ঘটনাস্থলে আসি। শুরুতে আগুনের ভয়াবহতা বেশি ছিল। তেলের ট্যাঙ্কারের পাশাপাশি নদীর পানির ওপরেও আগুন ছড়িয়ে পড়ে।   ঘটনাস্থলের এক মিটারের জায়গাজুড়ে আগুনের ব্যপ্তি ঘটায় আমরা ও ফায়ার সার্ভিসের কেউই জাহাজগুলোর কাছাকাছি যেতে পারছিলাম না।

তিনি আরও বলেন, এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল ট্রান্সফারের সময় ইলেকট্রিক স্ফুলিঙ্গ থেকে এ আগুনের ঘটনা ঘটে থাকতে পারে। কেউ কেউ বলছেন একনাগাড়ে তেল উত্তোলন করায় এ কাজে ব্যবহৃত পাম্পটি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় এ বিপত্তি ঘটে।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে আলাদা ইউনিট চালু করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রোগীদের সার্বিক চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান সিভিল সার্জন।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।