ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে পাপিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে পাপিয়া

ঢাকা: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে থাকা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তাকে একটি প্রিজন ভ্যানে করে পাঠানো হয়।

রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতর রুনা লায়রা নামে এক হাজতিকে (বর্তমানে তিনি জামিনে) মারধর করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তা ছাড়া ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার, ডেপুটি জেলার ও মেট্রোনকে (৩ জন) শো-কজ করা হয়েছে।

জেল সুপার বলেন, মহিলা কারাগারে থাকা অবস্থায় এক হাজতিকে পাপিয়া মারধর করেন। প্রাথমিকভাবে এমন তথ্য প্রমাণিত হওয়ায় তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।   ভুক্তভোগী বর্তমানে জামিনে আছেন।

এই ঘটনায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে জেলার ফারহানা, ডেপুটি জেলার জান্নাতুল তায়েবা ও মেট্রোন ফাতেমাকে শো-কজ লেটার দেওয়া হয়েছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।