ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ

তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে: নৌপুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে: নৌপুলিশ নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের সুপার (এসপি) কফিল উদ্দিন।

বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে দ্বিতীয় দফায় সাগর নন্দিনী-২ নামের তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর লাগা আগুন নিভে গেছে। তবে এখনও আগুনের ভয়াবহতার কথা ভুলতে পারেনি সুগন্ধা তীরবর্তী মানুষজন।

এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। এছাড়া বিভিন্ন সংস্থা ও বাহিনী তাদের মতো করে পুরো ঘটনা খতিয়ে দেখছে। কোনো অবহেলার বিষয় রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে নৌপুলিশ।

মঙ্গলবার (০৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শক করেন নৌপুলিশের বরিশাল অঞ্চলের সুপার (এসপি) কফিল উদ্দিন।

তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। সেখানে কোনো অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।

তেলের ভ্যাসেলে বার বার এ ধরনের অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ভ্যাসেল বিশেষজ্ঞরা ভালো বলতে পারেন। কেন এমনটা হচ্ছে এটা স্পষ্ট করতে হলে বিশেষজ্ঞ প্রয়োজন।

আরও পড়ুন:

দ্বিতীয়বারের ভয়াবহতা ছিল প্রকট, পানির ওপরেও জ্বলছিল আগুন
১০ ঘণ্টা পর আগুন নিভেছে সাগর নন্দিনী-২ তেলের ট্যাংকারের

ঘটনাস্থল এখন বিস্ফোরণমুক্ত: ফায়ার সার্ভিস
মৃত্যুর ঝুঁকি জেনেও জাহাজটিকে সরিয়ে আনতে যান ফায়ার ফাইটাররা
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: নৌ-পুলিশ

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।