ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে ৩ ফার্মেসিকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
পলাশে ৩ ফার্মেসিকে জরিমানা 

নরসিংদী: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, বিক্রিসহ নানা অপরাধে নরসিংদীর পলাশে তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার ঘোড়াশাল পোস্ট অফিস সড়কের পাশের ওষুধ ফার্মেসিগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা করার অপরাধে সেবা ফার্মেসি, রিমি ফার্মেসি ও অঙ্কন ফার্মেসির বিরুদ্ধে তিন মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনাসহ নানা অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান পলাশজুড়ে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।