ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে সাজিদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিং থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ওই তরুণ সৈয়দপুর উত্তরা আবাসনের (ব্লক- ৪৯/৭) চান মিয়ার ছেলে। তিনি শহরের রহমত স্টোরের কর্মচারী ছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, সকালে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।