ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধানের চারা খেল গরু, প্রাণ গেল কৃষকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
ধানের চারা খেল গরু, প্রাণ গেল কৃষকের  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গরু বীজ ধানের চারা গাছ খাওয়ার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সুরুজ আলী (৫০) নামের এক কৃষক।

 

মঙ্গলবার (৪ জুন) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষক মারা যায়।  

এরআগে এদিন দুপুর ১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের মারুয়াকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মারাত্মক আহত হন কৃষক সুরুজ আলী।  

পরে রক্তাক্ত অবস্থায় তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।  

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে কৃষক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি ধান বীজতলার চারা গাছ খেয়ে ফেলে এক গরু। এনিয়ে নিহত সুরুজ আলীর সঙ্গে তর্ক হয় স্থানীয় কৃষক আব্দুর রশিদের। এক পর্যায়ে তাদের মধ‍্যে সংঘর্ষ ঘটলে মারাত্মক আহত হয় সুরুজ আলী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।