ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রেললাইনের ধারে মিলল তরুণের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
রেললাইনের ধারে মিলল তরুণের মরদেহ প্রতীকী ছবি।

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের বেলাইচন্ডি স্টেশনের দক্ষিণে রেললাইনের ধার থেকে অজ্ঞাতপরিচয় (১৮) এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

খবর পেয়ে বুধবার সকালে (৫ জুলাই) সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল ইসলাম বলেন, মঙ্গলবার (৪ জুলাই) রাতে কোনো যানবাহনের ধাক্কায় ছিটকে পড়েছেন ওই তরুণ। নিহত তরুণের পরনে হাফ প্যান্ট, ডোরা কাটা হলুদ গেঞ্জি রয়েছে। পুলিশের বিশেষ শাখা তরুণের পরিচয় অনুসন্ধানে কাজ শুরু করেছে। উদ্ধার হওয়া তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে সৈয়দপুর রেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।