ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গ্রেপ্তার আসামি

ঢাকা: বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মো. জসিম বেপারীকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

রোববার (১৯ জানুয়ারি) বিকালে ঢাকা জেলার কেরানীগঞ্জের বাহেরচর এলাকায় আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অধিনায়ক খান আসিফ তপু।

তিনি জানান, গ্রেপ্তারকৃত মো. জসিম বেপারী ও ভুক্তভোগী পরিবার পরস্পর প্রতিবেশী। গত ৮ ডিসেম্বর দুপুর অনুমানিক ১টার দিকে জসিম বেপারী ভুক্তভোগী শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বসতবাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এলে জসিম বেপারী দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ওইদিনই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জসিম বেপারীকে আসামি করে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে জসিম বেপারী পলাতক ছিল বলে জানান খান আসিফ তপু।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসসি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।