ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১০ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বুধবার (৫ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান পরিচালনা তাদের আটক করা হয়।
র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। থানায় এ বিষয়ে একাধিক জিডি ও মামলা দায়ের করাও হয়েছে হয়। এরই পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ১০ জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটকরা রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো।
তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
পিএম/এমএইচএস