ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম লিটন শেখ (৩৫)।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় লিটনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিটন শেখের হাজতি নম্বর ২৩৬৭০/২৩। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কানাপট্টি এলাকায়। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা হয়েছিলো। মামলা নম্বর ১১২(৫)২৩।

চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগারে ওই বন্দি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩, জুলাই ০৬, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।