ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মধুখালীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
মধুখালীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাসেল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. নুরুন্নবী (৫৫) নামে একজন।

 

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা-মাগুরা মহাসড়কের গোড়িয়াদাহ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাসেল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকান্দা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আহত নুরুন্নবী একই এলাকার মৃত আরিফুর রহমানের ছেলে।  

নিহত যুবক কাভার্ডভ্যানের চালক ছিলেন বলে জানা গেছে।  

স্থানীয়রা জানান, মাগুরার দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে যশোরগামী এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক রাসেল নিহত হন। আহত হন অপর আরেকজন।  

এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাসটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।