ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দুই ভারতীয়কে আটক করে ফেরত দিল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
দুই ভারতীয়কে আটক করে ফেরত দিল বিজিবি

লালমনিরহাট: লালমনিরহাটের দিঘলটারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় দুই নাগরিককে দেশে পুশব্যাক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করে বিজিবি।

আটক দুজন হলেন- ভারতের কুচবিহার জেলার দিনহাটা উপজেলার জারি ধরলা গ্রামের কাশেম আলী ছেলে রহমত উল্লাহ (৩০) ও একই এলাকার শামসুল হকের ছেলে  সুমন হক (২৩)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভারতের দুই যুবক অবৈধভাবে দিঘলটারি সীমান্ত মেইন পিলার ৯২৫ এর সাব পিলার ৮ এর ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কাউয়ার চরে চলে আসেন। এসময় ১৫ বিজিবি ব্যাটালিয়ন দিঘলটারী বিওপির সদস্যরা তাদের আটক করেন।  

খবর পেয়ে বিএসএফ তাদের বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে সাড়া দেয় বিজিবি। পরে বিকেলে ওই সীমান্তের নোম্যান্স ল্যান্ডে দুই বাহিনীর পতাকা বৈঠক শেষে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।  

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, বিএসএফের অনুরোধে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই দুই নাগরিককে ফেরত দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।