ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দয়াগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
দয়াগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন আহত ফাইল ফটো

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ ট্রাকস্ট্যান্ড মোড়ে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-শামসুন্নাহার (৫২), তার ছেলে আলিম উদ্দিন পলাশ (২৯), মেয়ে সালেহা বেগম (৩৫) ও অটোরিকশা চালক মো. আমজাদ আলী (৬০)।

আহত পলাশ জানান, তাদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। গ্রামের বাড়ি থেকে সকালে ট্রেনে করে ঢাকার কমলাপুর আসেন তারা। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে তাদের বাসা ওয়ারীর নারিন্দায় যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের বহনকারী অটোরিকশাটিতে ধাক্কায় দেয়।

এদিকে গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার শাউখ উদ্দিন আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ডের মোড়ে এশিয়া লাইন বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
এজেডএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।