ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জাপান গার্ডেন সিটিতে এডিসের লার্ভা, জরিমানাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
জাপান গার্ডেন সিটিতে এডিসের লার্ভা, জরিমানাসহ আটক ১ ছবি: বাংলানিউজ

ঢাকা: মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে এডিসের লার্ভা পাওয়ায় পাঁচলাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ায় ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলামকে আটক করা হয়েছে।

শনিবার (০৮ জুলাই) দুপুরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে জরিমানা ও আটক করা হয়।  

এ সময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চালানো হচ্ছে। ডেঙ্গুর লার্ভায় মৃত্যু কূপে পরিণত হয়েছে জাপান গার্ডেন সিটি। এটি এখন মশার গার্ডেন সিটি। ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান, জেল জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: মশক নিধন অভিযানে কাউকে বিশ্বাস করি না: মেয়র আতিক

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।