খাগড়াছড়ি: খাগড়াছড়ির বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ছয়টি ইটভাটাকে ছয় লাখ জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
ইউএনও জানান, সদর উপজেলার গঞ্জপাড়ায় একটি, কমলছড়িতে দুটি ও ইটছড়ি এলাকার একটি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে প্রতিটি ইটভাটাকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জরিমানাকৃত ইটভাটাগুলোতে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে কাঁচা ইটসহ মাটি ও ব্যবহৃত সরঞ্জামাদি নষ্ট করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালীন বন বিভাগের সদর রেঞ্জার মোশাররফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলার দীঘিনালায় আরও দুটি অবৈধ ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরবি