ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডগরী এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম (১৯) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছে।  

শনিবার (৮ জুলাই) দুপুরে মির্জাপুর-মনিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

তরিকুল রাজশাহীর বাঘা থানার রাজার মোড় এলাকার আজব খানের ছেলে। তিনি গাজীপুরের পিরুজালী এলাকায় থেকে ফ্রিজ মেরামতের কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে মনিপুর বাজারের দিকে যাচ্ছিল তরিকুল। পথে ডগরী এলাকা এলে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি ওই স্থানে রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।