ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
বগুড়ায় ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি নিহত প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় মালবাহী ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনের অদূরে ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি মালবাহী ট্রেন ছাতিয়ানগ্রাম রেলস্টেশন অতিক্রম করার সময় ওই  ব্যক্তিটি চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। তিনি জীবিত রয়েছে ভেবে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে আদমদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরনে শার্ট ও লুঙ্গি ছিল।

এদিকে আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ওসি সান্তাহার রেলওয়ে থানায় পত্র দিয়েছেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন জানান, খবরটি তিনি পেয়েছেন, তবে পত্র পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।