ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে ভেসে উঠল শিশুর রক্তাক্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
পুকুরে ভেসে উঠল শিশুর রক্তাক্ত মরদেহ প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুর থেকে জীবন কুমার (১৩) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৮ জুলাই) দুপুরে আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জীবন যশোর চৌগাছা উপজেলার পুরোপাড়া গ্রামের বিকাশ কুমারের ছেলে। সে পুরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। ওই ঘটনায় একই গ্রামের বশির উদ্দীনের ছেলে শাকিল হোসেন (১৫) ও সমির হোসেনের ছেলে সিয়াম হোসেনকে (১৪) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিনের ছুটিতে রায়লক্ষীপুর গ্রামে মাসির বাড়ি বেড়াতে আসে জীবন। সকালে মুষলধারায় বৃষ্টি মধ্যে মাসির ছেলে সৌরভের সঙ্গে ফুটবল খেলতে যায় জীবন। খেলা শেষে এলাকার ছেলেদের সঙ্গে আইলহাঁস-রায়লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে তারা। হঠাৎ দূর থেকে দুর্বৃত্তরা ইট ছুড়লে শিশু জীবনের মাথায় লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায় সে। গোসল করে অন্যান্য শিশুরা পুকুর থেকে উঠে আসে। জীবন না ওঠায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে পুকুরের পানিতে ভেসে ওঠে তার মরদেহ।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন আছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিশুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।