ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ফতুল্লায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হাফেজ আবু আক্কর সিদ্দিক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাটির প্রিন্সিপাল হাফেজ আবু বক্কর সিদ্দিককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ জুলাই) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত হাফেজ আবু আক্কর সিদ্দিক পিরোজপুরের নাজিরপুুরের রুহিতলাবুনিয়ার আব্দুর রব কাজীর ছেলে ও ফতুল্লার মাসদাইর কবরস্থানের বিপরীতে নুরে মদিনা তাফিজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল।

শনিবার (৮ জুলাই) বিকেলে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বলাৎকারের শিকার ছাত্রের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, আবাসিক ছাত্র হিসেবে বাদীর ছেলে মাদ্রাসাটির হেফজখানায় পড়ালেখা করে আসছিল। ২৭ জুন মাদ্রাসাটি বন্ধ করে দিলে বাদীর ছেলে বাসায় চলে আসে। শনিবার (৮ জুলাই) সকাল নয়টার দিকে বাদী তার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে চাইলে সে মাদ্রাসায় যেতে অপারগতা প্রকাশসহ কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে বাদীর ছেলে তাকে এবং তার স্ত্রীকে জানায় যে মাদ্রাসা বন্ধের আগে (২৬ জুন) দুপুর ১২টার দিকে মাদ্রসাটির চারতলার অফিস কক্ষে নিয়ে বলাৎকার করেছে। এছাড়া একাধিকবারও বিভিন্ন সময় বিভিন্ন তারিখে তাকে বলাৎকার করা হয়েছিল বলে বাদীকে জানায় তার ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, এ বিষয়ে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।