ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু রোধে চলছে ডিএনসিসির তৃতীয় দিনের চিরুনি অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ডেঙ্গু রোধে চলছে ডিএনসিসির তৃতীয় দিনের চিরুনি অভিযান

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে মাসব্যাপী বিশেষ অভিযান চলছে।  

সোমবার (১০ জুলাই) ডিএনসিসির আওতাধীন কারওয়ান বাজার এলাকায় তৃতীয় দিনের মত ডেঙ্গু বিরোধী মশক নিধন ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের তৃতীয় দিনে ডিএনসিসির দশটি অঞ্চলের, সবগুলোতে অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেছেন, গেল দুদিনের অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় তেত্রিশটি (৩৩) মামলায় মোট ২১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও চারটি নিয়মিত মামলাও করা হয়।

তৃতীয় দিনের কারওয়ান বাজার এলাকায় মশক নিধন ঝটিকা অভিযানে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিন কারওয়ান বাজারসহ বিভিন্ন ওয়ার্ডের ডেঙ্গু বিরোধী ঝটিকা অভিযান পরিদর্শন করেন তিনি।  

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এসএম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ইএসএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।