ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

মেহেরপুর: মেহেরপুর সদর থানা ও গাংনী থানা পুলিশের ১২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার হয়েছেন।

এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলার ছয়জন, চুরির মামলার তিনজন ও ১৫১ ধারায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এছাড়া গাংনী থানা পুলিশের অভিযানে মাদক মামলা একজন ও চুরির মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পৃথকভাবে রোববার (৯ জুলাই) রাত থেকে সোমবার (১০ জুলাই) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের সোমবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।