ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পায়ে হেঁটে হজে যেতে চাওয়া আদিব পেয়েছেন ভারতের ভিসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
পায়ে হেঁটে হজে যেতে চাওয়া আদিব পেয়েছেন ভারতের ভিসা

কুমিল্লা: পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশে বাড়ি ছেড়েছেন কুমিল্লার আলিফ মাহমুদ আদিব।  

শনিবার (৮ জুলাই) জেলার নাঙ্গলকোট উপজেলার শেয়ার বাতাবাড়িয়া গ্রাম থেকে ২০২৪ সালের হজের উদ্দেশে বের হন তিনি।

জানা গেছে, ভ্রমণ প্রিয় আদিব সাইকেলে চড়ে ইতোমধ্যে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। ঢাকার একটি কোম্পানি তার ভ্রমণের স্পন্সর করে। এবার আদিব পায়ে হেঁটে হজ করার অভিপ্রায় ব্যক্ত করলে ওই কোম্পানিই স্পন্সর হয়।  

জানা গেছে, শনিবার বাড়ি ছেড়ে বের হলেও আদিব শুধু ভারতের ভিসা পেয়েছেন।  

সোমবার (১০ জুলাই) কুমিল্লায় অবস্থান করছিলেন তিনি। ঢাকায় গিয়ে পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত ও সৌদি আরবের ভিসার জন্য চেষ্টা করবেন। আদিবের জন্য স্পন্সর করা কোম্পানিটি সকল প্রক্রিয়ায় তাকে সহায়তা করছে।

আলিফ হোসেন আদিব জানান, আমি ভ্রমণপ্রিয়। বিভিন্ন দেশের সৌন্দর্য দেখতে দেখতে হজে যাব। এ কারণেই পায়ে হেঁটে রওনা দিয়েছি।

নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন জুয়েল বলেন, আদিব হজে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি নানাভাবে তাকে পরামর্শ দিয়েছি। ভ্রমণের জন্য ইউপি চেয়ারম্যান থেকে ইংরেজিতে লেখা প্রত্যয়নপত্র নিয়ে দিয়েছি। সে ঢাকায় গিয়ে বাকি ভিসাগুলোর জন্য চেষ্টা করবে। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে হজের উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।