ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
মগবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ঢাকা: রাজধানীর মগবাজার দিলু রোডের শেষ মাথায় পানির পাম্প সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় ইউসুফ আলী খান (৫৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ডিএমপির পূর্ব বিভাগের ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তবে তিনি অবসরকালীন ছুটিতে ছিলেন।

সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা কমলাপুরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন।

তিনি জানান, সন্ধ্যায় দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন পুলিশ সদস্য ইউসুফ আলী খানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত পুলিশ সদস্য বর্তমানে এলপিআর এ ছিলেন।

তিনি আরও জানান, যতটুক জানা গেছে, চাকরির শেষ বয়সে তিনি কানে একটু কম শুনতেন। পরিবার থেকে আরও জানা যায় মুগদা থেকে তিনি উত্তরায় ভাইয়ের বাসায় যাচ্ছিলেন।

জানা যায়, ইউসুফ বরিশাল বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে পরিবার নিয়ে মুগদা এলাকায় থাকতেন। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।