ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মারা গেছেন রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত আলেক্সান্দর নিকোলায়েভ 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
মারা গেছেন রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত আলেক্সান্দর নিকোলায়েভ  আলেক্সান্দর নিকোলায়েভ

ঢাকা: মারা গেছেন রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত আলেক্সান্দর নিকোলায়েভ।  চলিত মাসের ৬ জুলাই মস্কোতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১০ জুলাই) তাকে সমাহিত করা হয়েছে। এ  তথ্য ঢাকার রাশিয়ার দূতাবাস জানায়।

আলেক্সান্দর নিকোয়ালেভ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৪০ বছরের দীর্ঘ কর্মজীবনে ফিলিপাইন, ব্রাসেলস এবং ইউক্রেনে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। ২০১২-২০১৬  সালে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর নেওয়ার পর তিনি রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনে যোগ দেন। তিনি রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের একজন বোর্ড সদস্য ছিলেন।

রাষ্ট্রদূত নিকোলাভ রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে বিশেষ করে সাংস্কৃতিক ক্ষেত্রে এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিভিল সার্ভিসের সর্বোচ্চ মর্যাদার প্রতি তার অটল প্রতিশ্রুতি, ব্যতিক্রমী কূটনৈতিক দক্ষতা এবং মানবিক গুণাবলি সবার দ্বারা স্বীকৃত ছিল।  

রাষ্ট্রদূত নিকোলাভের মৃত্যুতে ঢাকার দূতাবাসের কর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।