ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
চারঘাটে ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাক চাপায় বিশাল হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাঁকরামারি বাজার মন্টু মাস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশাল উপজেলার কাঁকরামারি চাঁদপুর গ্রামের মমিন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বাঘা থেকে রাজশাহীগামী মালবাহী একটি ট্রাক যাচ্ছিল। পথে কাঁকরামারি বাজার মন্টু মাস্টার মোড়ে একটি মোটরসাইকেলকে চাপায় দেয়। এ সময় মোরটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে বিশাল। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক বিশালের মৃত্যু হয়।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, ট্রাক চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান চারঘাট থানার ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।