ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে গ্রেপ্তার অভিযান চলছে দাবি বিএনপির, আটক ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
না.গঞ্জে গ্রেপ্তার অভিযান চলছে দাবি বিএনপির, আটক ১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ, এমন অভিযোগ করেছে জেলা বিএনপি। ইতোমধ্যে অভিযানে তাদের ১৫ নেতাকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন তারা।

মঙ্গলবার (১২ জুলাই) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এমন অভিযোগ করেছেন। তবে অভিযোগ নাকচ করে দিয়ে জেলা পুলিশ বলছে, এমন কোনো অভিযানের খবর সত্য নয়।

বিএনপি নেতারা জানান, আগামী বুধবার (১২ জুলাই) ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেন বিএনপি নেতারা সেখানে যেতে না পারে এবং তাদের মধ্যে ভীতি তৈরি করতে গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি বাসসহ বিভিন্ন গণপরিবহন বন্ধ করে রাখার অভিযোগ করেছেন তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমাদের ১৫ নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রূপগঞ্জ থেকে ৬ জন, সিদ্ধিরগঞ্জ থেকে ৩ জন ও সদর থানা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

তিনি বলেন, এখনও অভিযান চলছে সবখানে। আমি দ্রুত জেলা পুলিশকে এ ধরনের হীন কাজ বন্ধ করার অনুরোধ করছি।

মহানগর যুবদলের যুগ্ম আহ্বান শাহেদ আহমেদ বলেন, আমাকে ধরতে এসে না পেয়ে মহানগরের খানপুর এলাকা থেকে আমার ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো কারণ ছাড়া আমাদের সমাবেশে লোক সমাগম কমাতে এ হীন অভিযান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রূপগঞ্জের মূড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূইয়া, কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোহিনুর আলম, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান জাকির, কাঞ্চন পৌরসভা জিয়া মঞ্চের সভাপতি মো. শিমুল, বোলাব ইউনিয়ন বিএনপি নেতা নাসির, ভুলতা ইউনিয়ন বিএনপি নেতা মো. শাহীন, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার বিএনপি নেতা আক্তার হোসেন অপু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য গাজী মনির, থানা বিএনপির সাবেক সভাপতি ইসমাইলের ছেলে বিএনপি নেতা গাজী মাসুম, সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হযরত আলী, মহানগর যুবদল নেতা মো. শাহীন শরীফ, কামরুল হাসান মাসুদ, আরিফ খান, আব্দুল কাদির, মোহাম্মদ সেলিম।

জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ ধরনের গ্রেপ্তার অভিযান বন্ধ করে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। বিএনপির সমাবেশকে ঘিরে সব বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন তিনি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস এম জহিরুল ইসলাম বলেন, এটি মিথ্যা অভিযোগ। এ ধরনের কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না। আমার অধীনস্থ থানায় কাউকে এভাবে ধরার তথ্য নেই।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।