ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

পচা আম নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, জুলাই ১২, ২০২৩
পচা আম নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পচা আম বিক্রি নিয়ে সংঘর্ষে আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত আজিজার রহমান পার্শ্ববর্তী রংপুরের গংগাচওড়া উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের ইচলির চর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইচলির চর গ্রামের আনারুল ইসলাম সিরাজুল মার্কেটে আম বিক্রি করেন। সেখানে সোমবার (১০ জুলাই) আম কিনেন তারই গ্রামের শামীম ও শাহীন। সেই আম ছিল পচা। যা নিয়ে সোমবারও ক্রেতা বিক্রেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে মঙ্গলবার ফের তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। এ সময় আনারুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে পাশেই দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান হামলার শিকার হন। পরে ঘটনাস্থলে তিনি মারা যান।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, আম বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।