ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকামুখী গণপরিবহন সংকট, ভোগান্তিতে কর্মজীবীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
ঢাকামুখী গণপরিবহন সংকট, ভোগান্তিতে কর্মজীবীরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী গণপরিবহন সংকটের কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন অফিসসহ কর্মস্থলগামী যাত্রীরা।  

বুধবার (১২ জুলাই) সকাল থেকে বন্ধ করে রাখা হয় বিআরটিসি ছাড়া সকল বাস।

বিআরটিসি চললেও তা সংখ্যায় খুব কম।

সকাল থেকে সরেজমিনে, শহরের ১ নম্বর টার্মিনাল এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। সেখানে বন্ধন, উৎসবসহ বিভিন্ন পরিবহনের কোনো বাস চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল করবে বলে জানান বাস সংশ্লিষ্টরা।

ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকুরি করা ফরহাদ জানান, আমি সকাল ৭টা থেকে এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি। এখন ১০টা বাজে কিন্তু বাস পাচ্ছি না। মাত্র বিআরটিসি চলাচল শুরু হল এখন ঢাকা যাব।  

এদিকে, বিএনপির সমাবেশের কারণে বাস বন্ধ দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আমাদের সমাবেশ আজ, সেখানে যেন কেউ যেতে না পারে তার প্রতিবন্ধকতা তৈরি করতেই বাসসহ গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।

বন্ধন পরিবহনের চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, আমাদেরও ঢাকায় সম্মেলন আছে আমরাও বাসে করে ঢাকা যাব। বাস চলাচল করছে, আমরা কোনো বাস বন্ধ রাখিনি।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।