ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপির ৬০ নেতাকর্মীকে বাস থেকে নামিয়ে দিয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
বিএনপির ৬০ নেতাকর্মীকে বাস থেকে নামিয়ে দিয়েছে পুলিশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীকে ঢাকায় সমাবেশে যাওয়ার পথে বাস আটকে নেতাকর্মীদের নামিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান নিজে উপস্থিত থেকে সকাল থেকে ঢাকাগামী বাসে তল্লাশি করেন।

জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে চাষাঢ়া অতিক্রম করার সময় বন্ধন পরিবহনের একটি বাস থামায় পুলিশ। পরে সেটিতে তল্লাশি করে ৬০ যাত্রীসহ বাসটি আটক করা হয়। আটকের কিছুক্ষণ পর ৬০ যাত্রীকে নামিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয়।

আটক করা বাসে বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬০ জনের মতো নেতাকর্মী ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, গাড়ির কাগজপত্র দেখা হচ্ছে। এখানে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।