ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বাঁচানো গেল না দুই মাথা নিয়ে জন্ম নেওয়া নবজাতককে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
বাঁচানো গেল না দুই মাথা নিয়ে জন্ম নেওয়া নবজাতককে

নীলফামারী: চেষ্টা করেও বাঁচানো গেল না নীলফামারীর ডোমার উপজেলার পৌর শহরে আশিকুর-ফারজানা দম্পতির ঘরে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা নবজাতককে।  

বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।

সকাল ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে শিশুটিকে।

এর আগে বুধবার (১২ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে ডোমার ডক্টরস্ ক্লিনিকে দুই মাথা নিয়ে জন্ম হয় শিশুটির। ওই দম্পতি ডোমার পৌর এলাকার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জন্ম নেওয়া শিশুটি তাদের দ্বিতীয় সন্তান। তাদের ৫ বছরের আরেকটি সন্তান রয়েছে।

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাচ্চা জমজ থাকার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এগুলো সম্ভব হয় না। তাই এ ধরনের শিশুদের বেঁচে থাকার আশা কম থাকে।

** ডোমারে ক্লিনিকে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।