ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষানবিশ আইনজীবী মিজানুর ৩ দিন ধরে নিখোঁজ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
শিক্ষানবিশ আইনজীবী মিজানুর ৩ দিন ধরে নিখোঁজ

মৌলভীবাজার: লন্ডনের কেয়ার ভিসা পেয়েছেন মিজানুর রহমান (৩৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবী। খুশির খবরটি নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছে তিনি গত তিন দিন ধরে নিখোঁজ।

মিজানুরের পরিবার জানিয়েছে, মৌলভীবাজার যাওয়ার কথা বলে গত সোমবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন।

তারা বলেন, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিজানুরের ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরটি বন্ধ। তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনদের বাড়ি ও সম্ভাব্য স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

তারা অভিযোগ করেন, এক বন্ধুর ক্ষুদেবার্তা পেয়েছিলেন মিজানুর। কিন্তু তারা ওই বন্ধুর পরিচয় জানেন না।

নিখোঁজ মিজানুর রহমান জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের আবুল হাসানের ছেলে। তাদের আত্মীয় সাহেদ আহমদ এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, গত সোমবার সকাল ১০টার দিকে বাসায় মৌলভীবাজার শহরে যাবেন বলে বের হন মিজানুর। এরপর থেকে তার মোবাইল ফোন নম্বর বন্ধ। মোবাইল টেকনোলজি ব্যবহার করে জানা গেছে তার ব্যবহৃত নম্বরটি বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এসব তথ্য নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মিজানুরের নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
বিবিবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।