ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চা বিক্রেতার ছদ্মবেশে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
চা বিক্রেতার ছদ্মবেশে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ৫

ঢাকা: রাজধানীতে চা বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে ইয়াবা বিক্রি সিন্ডিকেটের মূল হোতাসহ পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৪১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি  ২৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজধানীর মিরপুর ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) উপ অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, অভিযানে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের চক্রে আরও সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ সময় তাদের কাছ থেকে ৪১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি  ২৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।