ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ইশরাকের গাড়িবহরে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
নোয়াখালীতে ইশরাকের গাড়িবহরে হামলা

নোয়াখালী: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নোয়াখালীর সোনাইমুড়ী থানার সামনে এ ঘটনা ঘটে।

উপজেলা ছাত্রলীগ এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন রনি।  

তিনি বলেন, গাড়িবহর সোনাইমুড়ী পার হওয়ার সময় থানার সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ শ্রাবণের নেতৃত্বে হামলা চালানো হয়।

এসময় ইটপাটকেল নিক্ষেপে আহত দুই ছাত্রদল কর্মীকে বেধড়ক পেটানো হয় এবং তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে হামলাকারীরা।  

পরে পুলিশ এসে তিন ছাত্রদল কর্মীকে আটক করে বলেও দাবি করেন ছাত্রদল নেতা রনি।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন জানান, হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। এসময় আগুনে পুড়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করা হয়নি।  

তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

এদিকে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদককে বারবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। তবে সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সুজন দাবি করেন, এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।