ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দোয়েল-কোয়েল-ময়না আছে, টিয়া নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
দোয়েল-কোয়েল-ময়না আছে, টিয়া নেই

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাহাবুল-কল্পনা দম্পতির একসঙ্গে জন্ম নেওয়া চার কন্যা দোয়েল, কোয়েল, ময়না ও টিয়ার মধ্যে দুই মাস বয়সী ছোট কন্যা টিয়া মারা গেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৪টায় শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ঈদুল আজহার পর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় টিয়া। এরপর মধ্যে মধ্যে অসুস্থ হয় আবার সুস্থ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ বেশি অসুস্থ হয়ে যায়। এ সময় পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা জানান, একসঙ্গে জন্ম নেওয়া চার কন্যা দোয়েল, কোয়েল, ময়না ও টিয়ার মধ্যে টিয়া মারা গেছে। জন্মের দুই মাস পর তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর নিহতের দাফন কাজ সম্পন্ন হয়েছে। একসঙ্গে জন্ম নেওয়া এই চার শিশুর জন্মের পর থেকে আমরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব সময় খোঁজ খবর রেখেছি।

প্রসঙ্গত, গত ৯ মে চুয়াডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের দরিদ্র দম্পতি  মাহবুল-কল্পনার ঘর আলো করে চার কন্যা শিশু জন্ম নেয়। খবর পেয়ে পরদিনই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান স্থানীয় ক্লিনিকে দেখতে যান। এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মিষ্টিমুখ করান, নগদ আর্থিক সহায়তা দেন। চার শিশুর বাবা মায়ের ইচ্ছানুযায়ী জেলা প্রশাসক তাদের নামকরণ করেন দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া। তিনি পাঁচদিনের মধ্যেই প্রত্যেকের জন্ম নিবন্ধন নিশ্চিত করেন। বাচ্চাদের জন্য পরিবারটির হাতে অর্থ সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি নিয়মিত তাদের খোঁজখবরও রাখেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।