ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
কোম্পানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. তামজিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টিকু মিয়ার চায়ের দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তামজিদ কুমিল্লার লাকসাম উপজেলার গাজীমুরা গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানায়, দুপুরে লাকসাম থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে পর্যটনকেন্দ্র মুছাপুর ক্লোজারে ঘুরতে আসেন। পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে তামজিদ, মহিম (২০) ও ফাহাদ (২০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামজিদকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় পুলিশ জানতে পারে দুর্ঘটনায় কারো পা, কারো হাত ভেঙে গেছে। তবে দুর্ঘটনার শিকার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ থানায়ও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।