ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় কোয়ালিটাস হেলথ মালয়েশিয়ার যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ঢাকায় কোয়ালিটাস হেলথ মালয়েশিয়ার যাত্রা শুরু

ঢাকা: বাংলাদেশের সর্বত্র কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ শুরু করেছে মালয়েশিয়ার কোয়ালিটাস হেলথ কেয়ার বাংলাদেশ।

প্রথমবারের মতো রাজধানীর বনানীতে কার্যক্রম শুরু করেছে এ প্রতিষ্ঠানটি।

পর্যায়ক্রমে দেশের ৪০টি স্থানে মালয়েশিয়ার ফ্যামিলি কোয়ালিটাস হেলথ বাংলাদেশ তাদের কার্যক্রম পরিচালনা করবে।

রোববার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও দাতো ড. নুরুল আমিন বিন মোহাম্মদ ইসহাক।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসাসেবা খাতে সবকিছুই বিদ্যমান রয়েছে শুধুমাত্র আস্থা ও দায়িত্ববোধের অভাব রয়েছে। যেকোনো রোগী যদি প্রথম পর্যায়ে তাদের অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিকভাবে সমন্বিত চিকিৎসা পান, তবে অধিকাংশ ক্ষেত্রেই রোগী সমস্যার সমাধান পাবেন।

এ সময় প্রাইমারি পর্যায়ে সঠিক চিকিৎসা ও কাউন্সেলিং পেলে রোগী সুস্থ হবে বলে আশা রাখেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চিফ রেমন ভারুক হুসে ও প্রতিষ্ঠানের বাংলাদেশের পরিচালক ডা. শঙ্কর চন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৭ সালে মালয়েশিয়ায় দাতো ড. নুরুল আমিন বিন মোহাম্মদ ইসহাক বেসরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করেন। ২৫ বছর ধরে কোয়ারিটাস গ্রুপ এশিয়া প্যাসিফিক রিজিওন এ জেনারেল প্র্যাকটিস পরিচালনার দক্ষতা অর্জন করেছে।

বর্তমানে কোয়ালিটাস হেলথ মালয়েশিয়া ক্লিনিক বনানীর ১১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়ির ৪র্থ তলা, ব্লক-এফ এ অবস্থিত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চিকিৎসাসেবা কার্যক্রম দিয়ে আসছে।  

এখানে আল্ট্রাসাউন্ড, এক্সরে ও ইসিজিসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। ২০২৪ সালের মধ্যে গুলশান, বারিধারা, বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, খিলগাঁও, কাকরাইল, আজিমপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় ২০২৬ সালের মধ্যে কোয়ালিটাস হেলথ মালয়েশিয়া ক্লিনিকের ৪০টি শাখা স্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।