ঢাকা: পানিতে ডুবে শিশু মৃত্যুরোধ করতে দেশব্যাপী সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার (১৬ জুলাই) জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়৷
কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক হয়।
কমিটির সদস্য মো. আব্দুল আজিজ, শবনম জাহান, শাহাদারা মান্নান ও আফরোজা হক বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত বছরের বাজেট বাস্তবায়ন অগ্রগতি, জয়িতা ফাউন্ডেশন এবং পানিতে ডুবে শিশুমৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়া গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে আগামী অক্টোবর মাসের সুবিধাজনক সময়ে জয়িতা টাওয়ার উদ্বোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিভাগীয় শহরগুলোতে জয়িতা টাওয়ার নির্মাণের যথাযথ কার্যক্রম গ্রহণ অব্যাহত এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালে জয়িতার একটি স্টল স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
এ বৈঠকে পানিতে ডুবে শিশু মৃত্যুরোধ করতে দেশব্যাপী সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি থেকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজের কর্মক্ষমতা বৃদ্ধি এবং প্রকল্পগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘন্টা, জুলাই ১৬, ২০২৩
এসকে/জেএইচ