ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় ডুবল ওয়াটার বাস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
বুড়িগঙ্গায় ডুবল ওয়াটার বাস

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি ওয়াটার বাস ডুবে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে কাজ করছেন।

 

রোববার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বুড়িগঙ্গায় ওয়াটার বাসটি ডুবে যাওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। তারা বলছে, অতিরিক্ত যাত্রীর কারণেই ওয়াটার বাসটি  ডুবেছে।

ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এক নারীসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রাত ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি ওয়াটার বাস ডুবে যাওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। ডুবুরিরা সেখানে কাজ করছেন।  

এই কর্মকর্তা বলেন, যতটুক জানা গেছে, অধিকাংশ লোক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। কিছুক্ষণ আগে এক নারীসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স হবে ২৫ থেকে ৩০।

রাত ১০টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাংলানিউজকে বলেন, যতটুকু সংবাদ পেয়েছি, অতিরিক্ত যাত্রীর কারণেই ওয়াটার বাসটি ডুবে গেছে।  

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।